হলধরদাস: 'শ্রেণীভেদ ভাঙি শোষিতের রোষে,সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে' এই শ্লোগানকে সামনে রেখে দেশ গড়ার এবং মানবমুক্তির সংগ্রামে নিবেদিত গণসাংস্কৃতিক সংগঠন 'বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী', নরসিংদী জেলা সংসদ'র ১০ম জেলা সম্মেলন আজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৭মে) নরসিংদী পৌর মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু। উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা উত্তোলনের পর
একটি বর্ণাঢ্য রেলি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ড. রতন সিদ্দিকী। জেলা সংসদের সভাপতি প্রফেসর গোলাম মোস্তাফা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন,সম্পাদক মন্ডলীর সদস্য জামিলুর রহমান স্বপন, কেন্দ্রীয় নেতা সম্পদ কর, শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহা,অধ্যাপিকা নুরজাহান বেগম, জাহানুল হক বাবুল, মোহসিন খোন্দকার, মাহফুজুল ইসলাম, আজিজুর রহমান মস্তু,আব্দুল খালেক, আসাদুজ্জামান খোকন,আব্দুল বাছেদ ভূঞা,রায়হানা সরকার, শাহ আলম মিয়া, জহিরুল ইসলাম মৃধা, শহীদুল ইসলাম সুমন, ড. প্রদীপ সাহা প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে প্রফেসর গোলাম মোস্তাফা মিয়াকে সভাপতি, তপন কুমার আচার্য্যকে সাধারণ সম্পাদক ও রুবিয়া সাজ্জাদ মুক্তাকে কোষাধ্যক্ষ করে ৪৫ সদস্য জেলা সংসদ গঠন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন জেলা সংসদের সাধারণ সম্পাদক তপন কুমার আচার্য্য।