হলধর দাস: বিশিষ্ট সমাজসেবক, বাম রাজনীতিক, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহাবুদ্দিন গাজী (৭০) আর নেই । তিনি আজ বৃহস্পতিবার (১৭/১০/২০২৪) সকালে নরসিংদী জেলা সদরের পশ্চিম ব্রাহ্মন্দীস্থ নিজ বাসভবন গাজী ভিলায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি দুই কন্যা, এক ছেলে সহ বহু আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থতায় ভোগছিলেন। মরহুম শাহাবুদ্দিন গাজী ছাত্র জীবন থেকেই বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন। ছাত্র রাজনীতির পরবর্তীতে তিনি ন্যাপ এর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। কর্মজীবনে একজন প্রতিষ্ঠিত ঠিকাদার ছিলেন। বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত থেকে তিনি সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলেন । কর্মজীবনে প্রবেশের পর রাজনীতির মাঠ থেকে নিরাপদ দূরত্বেই তিনি সময় কাটিয়েছেন। তিনি দীর্ঘদিন নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। আইডিয়াল হাই স্কুলটি প্রতিষ্ঠার শুরুতে এটি কিন্ডারগার্টেন স্কুল ছিল। তখন থেকেই তিনি এই প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটিতে ছিলেন। পরে হাই স্কুলে উন্নীত করতে তাঁর যথেষ্ট অবদান ছিলো।
বৃহস্পতিবারই বাদ আসর নরসিংদী কালেক্টরেট ঈদগাহ মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) অনজন দাস এর নেতৃত্ব মরহুম শাহাবুদ্দিন গাজীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করা হয়। গার্ড অব অর্নার শেষে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বীর মুক্তিযোদ্ধাগণ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুক্রবার(১৮ অক্টোবর '২০২৪) তাঁর নিজগ্রাম নরসিংদী সদরের বাগহাটায় দ্বিতীয় জানাজা হবে পারিবারিক সূত্র জানায়। মরহুম শাহাবুদ্দিন গাজী'র ছেলে প্রবাসে রয়েছেন। পিতার মৃত্যু সংবাদ পেয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।