নাসিম আজাদ: নরসিংদীর পলাশে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের আয়োজনে এবং পলাশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে সোমবার (২০জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার,পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃকামরুল ইসলাম গাজীসহ কর্শশালায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার,শিক্ষক,সাংবাদিক,এনজিওসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশ গ্রহন করেন।
প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগের মধ্যে ছিল পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ন প্রকল্প,নারীর ক্ষমতায়ন,শিক্ষা সহায়তা,সবার জন্য বিদ্যুৎ,সামাজিক নিরাপওা কর্মসূচী,পরিবেশ সুরক্ষা,বিনিয়োগ বিকাশ,কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ।