• নরসিংদী
  • রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নদী বাংলা গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৫৪ পিএম
নদী বাংলা গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
কেক কাটছেন মনজুর এলাহী

স্টাফ রিপোর্টার: নরসিংদীর সর্ববৃহৎ আবাসন শিল্প নদীবাংলা গ্রুপের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমক পরিবেশে পালন করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) নদীবাংলা গ্রুপের প্রধান কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন নদীবাংলা গ্রুপের চেয়ারম্যান মনজুর এলাহী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নদী বাংলা বাংলা গ্রুপের পরিচালক মাহবুবুর রহমান মনির, হেড অব মার্কেটিং মো. রায়হান রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা মিশুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

নদী বাংলা গ্রুপ কর্তৃপক্ষ জানায়, নরসিংদীর আবাসন শিল্পের সর্ববৃহৎ প্রতিষ্ঠান নদী বাংলা গ্রুপ ২০০৭ সালের ৩১ অক্টোবর যাত্রা শুরু করে। এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৬ বছর যাবত সুনামের সাথে নরসিংদী জেলাসহ দেশের বিভিন্ন স্থানে আবাসন শিল্পখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নদী বাংলা গ্রুপের বাণিজ্যিক ও আবাসিক ভবনের মাধ্যমে এই খাতের ব্যাপক উন্নয়ন হচ্ছে।

এই প্রতিষ্ঠানটি ১৫ বছরের অভিজ্ঞতাকে সামনে রেখে ১৬তম বছরে নরসিংদী শহরের বৌয়াকুড়ে নদী বাংলা গ্রুপ অত্যাধুনিক বৃহৎ শপিংমল ও এপার্টমেন্ট সমৃদ্ধ নদী বাংলা মেঘনা প্লাজা নির্মাণ কাজ শুরু করেছে। এই শপিংমলটি হবে নরসিংদীর অন্যতম বৃহৎ ও আধুনিক শপিংমল।

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ