• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে রায়পুরা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২৪ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:০৭ পিএম
নরসিংদীতে রায়পুরা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বিএনপির প্রস্তুতি সভা

হলধর দাস: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার(২৪ আগস্ট) রায়পুরা উপজেলা ও পৌরসভা বিএনপিসহ  সকল সহযোগী সংগঠনের উদ্যোগে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  
"তারেক জিয়া বীরের বেশে,আসবে ফিরে বাংলাদেশে" এই শ্লোগানকে সামনে রেখে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

প্রধান অতিথির ভাষণে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, বিএনপি গণমানুষের রাজনীতি করে। জনগণ আমাদের পাশে আছে। আমরা জনগণকে সাথে নিয়েই  বর্তমান লুটেরা সরকারকে ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করবো।  বিএনপি এ দেশকে নতুন ভাবে গড়ে তুলবে। সেই লক্ষে প্রত্যেককে যার যার অবস্থান থেকে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। 

তিনি আরো বলেন,  দলকে শক্তিশালী করতে রায়পুরায় ৩৬টি সভা-সমাবেশ করবো।
২৬ আগস্ট বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করার প্রত্যয় ব্যক্ত করে দলীয় এক নেতার উদ্দেশ্যে তিনি বলেন, ঢাকায় বসে রায়পুরার রাজনীতি করলে চলবে না। যারা ঢাকায় ঘরে বসে থেকে রায়পুরার রাজনীতি করতে চায় বিএনপিতে তাদের স্থান নেই। আমরা আসল বিএনপি করি বলেই তৃণমূলের সাথে সম্পৃক্ত আছি এবং  থাকবো। দল ক্ষমতায় না যাওয়ার আগ পর্যন্ত মাঠে আছি। মাঠ ছাড়বো না।

রায়পুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পাড়াতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আবু নূর এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আমজাদ হোসেন আলতাফের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রায়পুরা উপজেলা বিএনপির সহ সভাপতি ফকরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন,  উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, চর আড়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম জাযু, জাতীয়তাবাদী সমর্থক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও দুবাই বিএনপির সভাপতি গোলাপ মিয়া, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, ক্রীড়া সম্পাদক আবদুল বাতেন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, উপজেলা যুব দলের সদস্য সচিব নূর চৌধুরী মানিক, যুবদল নেতা  হুমায়ুন কবীর ভূইয়া,  উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আলমগীর, পৌরসভা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্য সচিব সুমন নেওয়াজ,আলী আজহার মাস্টার, ছাত্র নেতা সামসুর রহমান জয় প্রমুখ বক্তব্য রাখেন।

প্রস্তুতি সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ