নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে “স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ২৩ মার্চ বুধবার সকালে শিবপুর উপজেলা পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন । বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, সহকারি কমিশনার (ভূমি ) মো: শাহরুখ খান,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।