• নরসিংদী
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় মহাসড়কে ডাকাতি, তিন ডাকাত গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:০৬ পিএম
রায়পুরায় মহাসড়কে ডাকাতি, তিন ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের নিকট হতে চাপাতি, চাকু, মোবাইল সেট, টর্চ লাইট ও টাকা জব্দ করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী পুলিশ সুপারের কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।

এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনে ও রাতে রায়পুরা ও ভৈরব উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা- কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের মধ্যপাড়া এলাকার আজগর মিয়ার ছেলে মোর্শেদ মিয়া (৩৬), একই থানার দড়িচন্ডিবের এলাকার ইদু মিয়ার ছেলে মো. সজিব (৩৮) ও মো. খোরশেদ আলমের ছেলে কাওসার মিয়া (৪২)।

পুলিশ সুপার জানান, ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার নামাপাড়া এলাকায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে মাইক্রোবাস ও প্রাইভেটকারে ডাকাতি ও পরের দিন মোটরসাইকেল আটকিয়ে পৃথক দুটি ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে নামে থানা ও ডিবি পুলিশ। থানায় ডাকাতির মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে রায়পুরা ও ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের নিকট হতে ২ টি চাপাতি, ২ টি মোবাইল সেট, ২ টি টর্চ লাইট, ১টি চাকু ও নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মোর্শেদ মিয়া ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। তার দেওয়া তথ্যে ডাকাতির ঘটনায় ১০ জনকে চিহ্নিত করা হয়েছে। তারা দুইভাগে ভাগ হয়ে দলগত ভাবে ডাকাতি করে। আর অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ