হলধর দাস : ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে নরসিংদীতে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্মরণসভায় সভাপতির আসন অলংকৃত করেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাশেদ হোসেন চৌধুরী ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয় ।
আয়োজিত স্মরণসভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের পরিবার পরিজন, ছাত্র সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল হান্নান , নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আব্দুল ওয়াহাব রাশেদ, নরসিংদীর সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নরসিংদী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, নরসিংদী চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্টসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ।
গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে পরিবারবর্গ স্মৃতিচারণ করেন এবং আহত ও সমন্বয়কগণ আন্দোলনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
আলোচনা সভা শেষে মোনাজাতে নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত আরোগ্য ও একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য দোয়া করা হয়।