• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

জনগণ নির্বাচনের রোডম্যাপ চায়, নইলে সড়কে নেমে আসবে : খোকন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:০৯ এএম
জনগণ নির্বাচনের রোডম্যাপ চায়, নইলে সড়কে নেমে আসবে : খোকন

স্টাফ রিপোর্ট: বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামীলীগের কারণে বিগত সময়ে মিটিং মিছিল করতে পারিনি। শেখ হাসিনা সরকার দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনের নাটক মঞ্চস্থ করেছে । তাদেরকে  আইওয়াশ করানোর জন্য ডামি প্রার্থীর মাধ্যমে নির্বাচন দিয়ে

জনগনের ভোটাধিকার কেড়ে নিয়েছিল । গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশে নতুন করে স্বাধীনতা এসেছে, তবে ভোটাধিকার আসেনি। 

বুধবার (৬ নভেম্বর) বিকেলে নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর কাজী আবুল হাসেম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হাজীপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির যুগ্ন মহাসচিব অন্তর্বতীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন, জনগণ নির্বাচনের রোডম্যাপ চায়, নইলে তারা আবারও সড়কে নেমে আসবে। আওয়ামীলীগের প্রেতাত্মারা সাংবিধানিক সংকট সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায় সেই সুযোগ তাদেরকে আর দেওয়া হবেনা। জনগণ এবং গণতন্ত্রের প্রতি বিএনপির বিশ্বাস আছে। তাই  পিছনের দরজা নয় জনগণের ম্যানডেট নিয়েই ক্ষমতায় আসবে বিএনপি।

খায়রুল কবির খোকন বলেন, এরশাদের জাতীয় পার্টির নেতারা কুলাঙ্গার। তারা আওয়ামীলীগের সকল অপকর্মের সঙ্গী ছিলেন। 

হাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল কবির ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন. জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বি.জি রশিদ নওশের, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধূরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ।

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ