নরসিংদী প্রতিনিধি : বাংলাদেশের ছাত্র জনতার উপরে আওয়ামীলীগ সন্ত্রাসীদের গুপ্ত হত্যা, বর্বর হামলা ও হুমকির প্রতিবাদে 'মাধবদী ছাত্র জনতা'র ব্যানারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ২৭ ডিসেম্বর শুক্রবার জুম্মা নামাজের পর মাধবদী বড় মসজিদের সম্মুখ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভা হয়ে বাসস্ট্যান্ড মোড় প্রদক্ষিন করে মাধবদী হাই স্কুল মার্কেট মোড়ে এসে বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমীর মাওলানা মোঃ আমিনুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিল, নাঈম সহ আরো অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশত্যাগ করলেও ষড়যন্ত্র থামেনি। সারাদেশে গুম,খুন,বিশৃঙ্খলা করার পর এবার সচিবালয়ে আগুন দিয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশে স্বৈরাচার ফ্যাসিস্টদের জায়গা নাই। ছাত্রলীগের মত নিষিদ্ধ সংগঠন এখনো রাত ১২ টার পরে বাইক নিয়ে শোডাউন দেয়। প্রশাসনকে আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হলো। উক্ত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার না করলে আমরা ছাত্র জনতা আবার রাস্তায় নামতে বাধ্য হবো।