রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার কৃতি সন্তান সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজিবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে সপ্তম বারের মন নির্বাচিত সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
এর আগে নিজের পরিবারের সাথে ঈদ উদযাপন করতে রায়পুরায় আসেন শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজিব। পরে রবিবার (৭ এপ্রিল) বিকেলে স্থানীয় রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে ছুটে যান এক সময়কার বাংলাদেশ ছাত্রলীগের কান্ডারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি, প্রবীণ ও বর্যীয়ান রাজনীতিবিদ, রায়পুরার গণমানুষের নেতা জননেতা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে।
স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির সাথে সৌজন্যে সাক্ষাৎ করলে তিনি তরুণ, উদীয়মান ছাত্রনেতাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু বঙ্গবন্ধু তনয়া দেশনেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শাবিপ্রবিতে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে এগিয়ে নিয়ে সেখানে ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠনের ভীত মজবুতসহ দলীয় কর্মসূচিতে বিশেষ ভূমিকা পালন করতে সদা সচেষ্ট থাকার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, রায়পুরা পৌরসভা শাখা ছাত্রলীগের সভাপতি রাতুল চৌধুরী, শাবিপ্রবি ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক লোকমান হোসাইন, শাবিপ্রবিস্থ নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জিষ্ণু চক্রবর্তী, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. দুলাল মিয়া, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দিদার হোসেইন শাবিপ্রবি, রায়পুরা উপজেলা ও নরসিংদী জেলা শাখার বিভিন্ন নেতাকর্মীরা।