স্টাফ রিপোর্টার: নরসিংদীর চরাঞ্চলে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থকদের উপরে হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৫ টার সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের বাখরনগরে গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আব্দুল্লাহ মিয়া (২৮) ও ইউসুফ মিয়া (৩২) নামে দুইজন আহত করা হয়। তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আহতদের মধ্যে আব্দুল্লাহ মিয়া মুরাদনগর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং ইউসুফ মিয়া একই গ্রামে আব্দুল আজীজের ছেলে। তারা স্থানীয়ভাবে ইউনিয়ন আআওয়ামী লীগের সভাপতি এড. আসাদ উল্লার কর্মী ও স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থক।
ভুক্তভোগী ইউসুফ বলেন, "আমরা স্বতন্ত্রপ্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থক। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজারে বয়লার মুরগি কিনতে আসলে যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান অরফে হাবির নেতৃত্বে দেলোয়ার ওরফে কালা (৩৪), লোকমান (২৮), হাসেন (৬০), ওদুত মিয়া (৪২) এবং জাকির হোসেন (৪১) আমাদের উপর হামলা চালিয়ে পিঠিয়ে আহত করে। আমাদের পিঠে, মাথায়, কানেসহ শরীরের বিভিন্ন স্থানে পিঠিয়ে ক্ষত করেছে। আমার সাথে থাকা ইউসুফকেও মেরে মাথায় আঘাত করে। পরে, স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার দাবি করছি।"
আলোকবালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আসাদ উল্লাহ বলেন, 'নির্বাচনে আমরা স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের সমর্থনে এলাকায় প্রচারণা চালিয়েছি। নির্বাচনে আমাদের প্রার্থী হেরে যাওয়ার পর আমার কর্মীদের ধারাবাহিকভাবে মারধর করে এলাকা থেকে বের করে দিচ্ছে নৌকার সমর্থক ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সমর্থকরা। নির্বাচনের পর থেকে এ পর্যন্ত ৪ টি গ্রামের ১০ জন কর্মীকে তারা মারধর করে এলাকা থেকে বের করে দিয়েছে।"
তিনি আরও বলেন, "জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আগের ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছি এবং আজকের ঘটনাও লিখিত অভিযোগ দেয়ার প্রক্রিয়া চলছে।"
এ ব্যাপারে আলোকবালি ইউনিয়ন চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন দিপু জানান, মুরাদনগর গ্রাম থেকে কিছু ঈগল সমর্থকের লোক বাখর নগর বাজারে এসে নৌকা সমর্থকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তখন বাজারের মানুষ তাদেরকে ধাওয়া করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে"।
নরসিংদী সদর হাসপালের এমএমও মোহাম্মদ মাহমুদুল কবির বাসার (কমল) বলেন, "পিঠে, মাথায় ও শরীরের বিভিন্ন অংশ আহত অবস্থায় আমাদের জরুরি বিভাগে আজ সন্ধ্যায় আলেকবালী থেকে ভর্তি করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।"
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, 'আমাদেরকে ঈগল সমর্থকদের পক্ষ থেকে ঘটনা জানানো হয়েছে, পুরোপুরি তথ্য এখনও পায় নি। লিখিত অভিযোগ দেয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়নের সাবেক আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু ও বর্তমান সভাপতি এডভোকেট আসাদ উল্লাহর মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এতে তাদের কর্মীসমর্থকদের মধ্যে থেমে থেমে হয় দ্বন্দ্ব। তারই অংশ হিসেবে তাদের মধ্যে ধাওয়া ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা প্রায় ঘটে।