• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সভা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৫২ পিএম
নরসিংদীতে যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সভা 

হলধর দাস : যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা বুধবার(১৩ নভেম্বর)  দুপুরে নরসিংদী প্রেস ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) নরসিংদী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মোঃ আমিরুল হক শামীম। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) নরসিংদীর সভাপতি রতন কুমার সরকার এর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবু কাউছার সুমন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাবেক সভাপতি নিবারণ রায় ও মোর্শেদ শাহরিয়ার, নরসিংদীর খবর পত্রিকার সম্পাদক অধ্যাপক সেতারা বেগম। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা অপারেশন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচী’র (যক্ষ্মা) ম্যানেজার মাহিদুল ইসলাম, নাটাব টোবাকো কন্ট্রোল প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মোঃ ফিরোজ আহম্মেদ, ব্র্যাক নরসিংদী জেলা ম্যানেজার সুশান্ত দেবনাথ, নাটাব নরসিংদী জেলার যুগ্ম সম্পাদক রামপ্রসাদ সাহা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাটাব নরসিংদীর সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র দাস।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, যক্ষ্মা একট প্রাচীন ঘাতক ব্যাধি। প্রতি বছর বাংলাদেশে বহুলোক এর রোগে মৃত্যুবরণ করে। পূর্বে এ রোগের চিকিৎসা ছিল না। কিন্তু বর্তমানে যক্ষ্মা চিকিৎসা ও ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। 
সকল উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, সকল বক্ষব্যাধি ক্লিনিক এবং বক্ষ্মব্যাধি হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, সরকারী-বেসরকারী স্বাস্থ্যকেন্দ্র সমূহ, মেডিকেল কলেজ হাসপাতাল, এনজিও ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক সমূহে সম্পূর্ণ বিনামূল্যে যক্ষ্মার পরীক্ষা ও যক্ষ্মা রোগের চিকিৎসা করা হয়। নিয়মিত ও পূর্ণ মেয়াদের চিকিৎসায় যক্ষ্মা রোগ সম্পূর্ণ ভালো হয়। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ