• নরসিংদী
  • শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

ঢাকা-সিলেট মহাসড়কে বাইপাসের প্রতিবাদে সভা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:১৫ পিএম
ঢাকা-সিলেট মহাসড়কে বাইপাসের প্রতিবাদে সভা

মকবুল হোসেন : দেশীয় কাপড়ের অন্যতম পাইকারি বাজার ও প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত নরসিংদীর মাধবদী  শেখেরচর - বাবুরহাট  ব্যবসায়িক এলাকাকে পাশ কাটিয়ে বাইপাস সড়ক নির্মাণ কাজের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়িরা। 

শুক্রবার বিকেলে ঢাকা- সিলেট মহাসড়ক সংলগ্ন নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় রাইন ওকে মার্কেটের সামনে  বিক্ষোভে অংশ নেয় হাজারো ব্যবসায়ি ও সংশ্লিষ্ট শ্রমিক - কর্মচারি। দুপুরের পর থেকেই বিক্ষোভস্খলে মিছিল নিয়ে আসতে শুরু করে ব্যবসায়ি ও বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরতরা। 

মাধবদী এবং বাবুরহাটকে পাশ কাটিয়ে নির্মান হতে যাওয়া বাইপাস সড়ক বন্ধের দাবী জানিয়ে ব্যবসায়িরা বলেন, এই বাইপাস সড়ক হলে ধ্বংস হয়ে পড়বে নরসিংদীর ব্যবসায় বাণিজ্য। সেই সাথে দেশীয় কাপড়ের বাজারে কেনাবেচা কমে যাবে প্রায় ৭০ শতাংশ। বাইপাস সড়কটি বিগত স্বৈরাচার সরকারের অযৌক্তিক পরিকল্পনা বলেও উল্লেখ করেন ব্যবসায়িরা।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ