স্টাফ রিপোর্টার: টেপের পানি পান করতে গিয়ে অন্যান্য শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির চাপে পড়ে গুরুতর আহত সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউটশন স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ওয়ালিদ মাহমুদ। তাকে দেখতে বুধবার(১৩ এপ্রিল) সন্ধ্যায় তাদের বৌয়াকুড়স্থ বাসায় গেলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।
আহত শিক্ষার্থী ওয়ালিদ মাহমুদ'র অবস্থা দেখে তিনি মর্মাহত হন। তিনি তাঁকে সান্ত্বনা দেন। তার পিতা মোঃ ইউনুছ মিয়াসহ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে পরম করুণাময়ের নিকট ওয়ালিদ মাহমুদের দ্রুত সুস্থ্যতা প্রার্থনা করেন।
নরসিংদী জেলার কোন বিদ্যালয়েই যেন পুনর্বার এ ধরণের ঘটনা না ঘটে,সেজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে অনুরোধ জানান। এসময় তাঁর সাথে ছিলেন বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক সাংবাদিক হলধর দাস ও দক্ষিণ মির্জানগর আসমতেন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিখিল চন্দ্র মোদক।
জানা যায়, গত ১৫ মার্চ সকালে স্কুল প্রাঙ্গণে টেপের পানি পান করতে যায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ওয়ালিদ মাহমুদ। পানি পান করার সময় পিছন থেকে ধাক্কাধাক্কি করে ৩/৪ জন শিক্ষার্থী তার উপর হুমড়ি খে্য়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। তার ডান পায়ের ভেঙ্গে যায়। প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। পরে তাকে ট্রমা হাসপাতালে দীর্ঘ ২০দিন চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসা হয়। পুনরায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে বলে জানান তার পিতা।