• নরসিংদী
  • বুধবার, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গুলিবর্ষণ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:২৮ পিএম
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গুলিবর্ষণ 

ফরিদ উদ্দিন : নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে প্রশাসন, পুলিশ ও সংবাদকর্মীদের দুটি স্পিডবোট লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার চরমধুয়া ইউনিয়নের শেষ সীমান্তে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

তবে গুলিবর্ষণের ঘটনায় কেউ হতাহত হয়নি। হামলাকারীদের শনাক্ত চেষ্টা চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে জানান রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

দুপুরে উপজেলার চরমধুয়া ইউনিয়নের মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ওই সময় অবৈধ বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিনসহ দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। একই সময় পাশের একটি ইটভাটার পাশে বালু উত্তোলন করা হচ্ছিল। সেখানে এগিয়ে গেলে দুটি স্পিডবোট লক্ষ্য করে দূর থেকে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। স্পিডবোটের একটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, সহকারী কমিশনা মো. শফিকুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যরা ছিলেন। অন্যটিতে ছিলেন স্থানীয় সংবাদকর্মীরা। গুলির শব্দ শুনে চালক স্পিডবোট দুটি ঘুরিয়ে সবাই নিরাপদ স্থানে চলে আসেন।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, গুলিবর্ষণের ঘটনায় মামলা করা হবে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। বালুখেকোদের হাত থেকে মেঘনার আশপাশের এলাকার মানুষদের বাঁচাতে হলে ভবিষ্যতে পর্যাপ্ত সংখ্যক ফোর্স যেমন কোস্টগার্ড, নৌ পুলিশসহ অন্যান্য বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করতে হবে। এই বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।

তিনি আরো বলেন, উপজেলার চরাঞ্চলে বিপুল পরিমানে অবৈধ আগ্নেয়াস্ত্র মানুষের কাছে পৌঁছে গেছে। ইতিমধ্যে এনিয়ে আইনশৃঙ্খলা মিটিংয়ে আলোচনা হয়েছে। শীঘ্রই অবৈধ অস্ত্র উদ্ধারে বড় ধরনের অভিযান চালানো হবে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ