স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। আমরা জনগনের রাজনীতি করি উল্লেখ করে তিনি আরো বলেন, ভবিষ্যতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগনের নির্বাচিত প্রতিনিধি এই দেশের দায়িত্ব গ্রহন করবে। এবং একটি জনগনের সংসদ তৈরী হবে। বিএনপি প্রতিহিংসার রাজনিতি বিশ^াস করে না। বিএনপি শান্তির রাজনীতিতে বিশ^াস করে। তিনি শুক্রবার বিকেলে নরসিংদীর ঘোড়াশালে স্বৈরাচারী সরকারের পতনে শান্তি মিছিল ও শোডাউনে উপস্থিত থেকে এসব কথা বলেন।
আওয়ামীলীগের উন্নয়ন হলো ক্যাসিনো। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বাংলাদেশের মানুষ শান্তি প্রিয় মানুষ। তারা শান্তিতে থাকতে চায়। স্বৈরাচারী আওয়ামীলীগের দূর্বিসহ শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার শক্তিতেই বাংলাদেশের মাটিও মানুষের মুক্তি অর্জিত হয়েছে। স্বৈরাচারী সরকারের পত ঘটনানোর মধ্যদিয়ে ছাত্ররা বাংলাদেশ কুতুব মুক্তির পাশাপাশি মাটি ও মানুষের অধিকার ফিরে এসেছে।
নতুন প্রজন্মকে ঠান্ডা মাথায় এগিয়ে চলার আহব্বান জানিয়ে তিনি আরো বলেন, নিয়ম-নীতি এবং শৃঙ্খলার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। অচিরেই বাংলাদেশে একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শান্তি মিছিল ও শোডাউনে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেয় । মোটরসাইকেল ও গাড়ী বহরটি ঘোড়াশাল থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চর্নগরদীস্থ বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।