নিজস্ব প্রতিনিধি: আগামী ২৬ নভেম্বর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৬ষ্ঠ ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নরসিংদীর শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার ইটাখোলায় এই সভা অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানার সঞ্চালনায় কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় সভায়।
সভায় বক্তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাছিমা সুলতানা,আফিয়া বেগমসহ উপজেলা, ইউনিয়নের নেতৃবৃন্দ।