স্টাফ রিপোর্টার: নরসিংদীতে প্রতিকী গণঅনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। তেল-গ্যাস, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্থানীয় চিনিশপুর জেলা বিএনপি কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।
জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনশন কর্মসূচিতে নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন বলেন, 'এই সরকারের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়। দেশব্যাপী নিত্যপণ্যের অব্যাহত দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ মৌলিক অধিকারটুকু পাচ্ছে না। সরকারের সমালোচনা করলে হামলা মামলা চালানো হচ্ছে।'
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীপু প্রমুখ।