নাসিম আজাদ
নরসিংদীর পলাশ উপজেলায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে বীর মুক্তিযোদ্ধা মো. মরতুজ আলীর লেখা স্মৃতির পাতায় মুক্তিযুদ্ধ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঘোড়াশাল পৌর সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতির পাতায় মুক্তিযুদ্ধ বইটির মোড়ক উন্মোচন করেন পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার।
এসময় নজরুল বিন নূর মোহাম্মদ গালর্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মাহাবুব কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,সুশাসনের জন্য নাগরিক সুজনের পলাশ উপজেলা সম্পাদক সাংবাদিক নাসিম আজাদ, পলাশ থানা সেন্ট্রাল কলেজের প্রভাষক মো. মেজবাহ উদ্দিন ভূইয়া, ঘোড়াশাল পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন, কাউন্সিলর ইমরান হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর মরিয়ম বেগম লিমা, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূরে-আলম রনি, সাধারণ সম্পাদক আল-আমিন মিয়া ও সাংবাদিক মাহাবুব সৈয়দ প্রমুখ।