• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৫৩ পিএম
শিবপুরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত 
আহত সালমান

নিজস্বপ্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার গাবতলী বাজারের জমি জবর দখল ও লটকন চুরির প্রতিবাদ করায় যোশর গাবতলী বাজার ক্ষুদ্র সমবায় সমিতির সাধারণ সম্পাদক সালাম এর উপর সন্ত্রাসী হামলা ও তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গত ৩০ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ওই ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সালাম উপজেলার যোশর ইউনিয়নের যোশর উত্তর পাড়া গ্রামের মৃত শব্দের আলীর ছেলে। হামলার পর স্থানীয়রা তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে  অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে চিকিৎসা দিয়ে নরসিংদী জেলা হাসপাতালে হস্তান্তর করেন। 

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সালাম জানান, সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে দা, চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছে। দোকানে হামলা ভাঙচুর ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে গেছি। এ  ঘটনায় শিবপুর থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। আমি সন্ত্রাসীদেরকে চিনি মামলা দেওয়ার পরে তাদের নাম প্রকাশ করব।

এলাকাবাসী বলছেন, ঘটনার জের ধরে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলায় হামলায় জড়িতদের দ্রুত আইনের আওয়াতায় এনে শাস্তির দাবি জানান তারা।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ