স্টাফরিপোর্টার: নরসিংদীতে মুজিব বর্ষ ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কিত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষের শেষ দিনে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে নরসিংদী জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার নরসিংদী আইডিয়াল হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার আমিনুল হক আখন্দ।
আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)মঞ্জিল এ মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান
আলোচক ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের
সিনিয়র সদস্য হলধর দাস। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এনজিও ব্যাক্তিত্ব বিডিএস-এর অধ্যক্ষ মোঃ শাহজাহান মিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন বর্তমান সরকারের কর্মতৎপরতায় অনেকদূর এগিয়ে গেছে। আজকে এমন কোন বিভাগ নেই যেখানে নারীদের নেই। তাই আজকের এই সমাবেশে উপস্থিত নারী শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদেরকে আগামীদিনের কান্ডারী হিসেবে নিজেকে স্বয়ং সম্পূর্ণ নারী হিসেবে গড়ে তুলতে হবে।