হলধর দাস: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স নরসিংদী জেলা শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল মঙ্গলবার (১৯ এপ্রিল) নরসিংদী পৌরসভা মিলনাতয়নে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঢাকা অঞ্চলের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব।
এসময় আরও উপস্থিত ছিলেন কেনিক আইডিইবি'র গবেষণা সম্পাদক মোঃ শাজাহান কবির, আইডিইবি'র সদস্য মোহাম্মদ দস্তগীর ও জেনিক ঢাকা এর যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ ইলিয়াস, আইডিইবি’র সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা ও ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি নরসিংদী জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার শোশফিকুর রহমান খান আঙ্গুর।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।