• নরসিংদী
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:২২ পিএম
মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা  জ্ঞাপন
মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

স্টাফ রিপোর্টার

নরসিংদীতে স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।  সোমবার প্রথম প্রহরে শহিদ মিনারে ১ মিনিট প্রদীপ প্রজ্বলন করা হয়। পরে রাত ১২টা ১ মিনিটে  মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম শহিদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

এরপর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নেতৃত্বে জেলা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা স্বাস্থ্য অধিদপ্তর, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট এবং  প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ  করে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয় ।

২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় স্বাস্থ্যবিধি মেনে বের করা হয় প্রভাতফেরি। জেলা প্রশাসক কার্যালয় হতে বের হওয়া প্রভাতফেরিটি মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ।

এছাড়া জেলার সবকটি উপজেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,  সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পালন করা হয় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ