• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ৩ লাখ ৭৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৯ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:০৮ পিএম
নরসিংদীতে ৩ লাখ ৭৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
ওরিয়েন্টেশন কর্মশালা

হলধর দাস:  'ভিটামিন-'এ' খাওয়ান, শিশু মৃত্যুর  ঝুঁকি কমান' এ শ্লোগানকে সামনে রেখে  দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর ৬টি উপজেলায় আগামী ৫ জুন থেকে   ৬-১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রংঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২- ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

রোববার (২৯ মে) দুপুর ১২টায় নরসিংদীর  সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। 

নরসিংদীর ৬টি উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৪টি ভাগে ভাগ করে এ ক্যাম্পেইন করা হবে। যেখানে শিশুদেরকে স্বাচ্ছন্দে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৩৩৫ জন শিশু। 

সভায় অন্যান্যের মধ্যে রাখেন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহ, নরসিংদী জেলা তথ্য অফিসার সাইফুল আলম, ডা: সঞ্জয় কুমার সাহা প্রমুখ।   

এসময়  বিভিন্ন  প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ