• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:১৩ এএম
নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি 
বর্ণাঢ্য র‍্যালি

স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক যুগেরও অধিক সময় পর নরসিংদী শহরে বাদ‍্যযন্ত্র বাজিয়ে এক বিশাল বর্ণাঢ‍্য র‍্যালী বের করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র  একাংশ। বিএনপি'র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে এই বর্ণাঢ‍্য র‍্যালীটি বের নরসিংদী জেলা বিএনপির ড. আব্দুল মঈন খান সমর্থিত গ্রুপ।

দীর্ঘদিন পর শহরের মধ‍্যে শত শত নেতাকর্মীর অংশগ্রহনে র‍্যালী এলাকার সাধারণ মানুষের ব‍্যাপক প্রশংসা কুড়িয়েছে। এসময় সড়কগুলোর দুইপাশে দাড়িয়ে থাকা  সাধারণ মানুষ হাত নাড়িয়ে নেতাকর্মীদের স্বাগত জানান।

র‍্যালীটি শহরের বৌয়াকুরস্থ নরসিংদী ডায়াবেটিক হাসপাতাল'র সামনে থেকে  বের হয়ে  বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাজির মোড়ে এসে এক সভায় মিলিত হয়।

র‍্যালী শেষে শহরের বাজির মোড়ে  নরসিংদী জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হারুণ অর রশিদ হারুণ'র সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব‍্য রাখেন নরসিংদী জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সুলতান উদ্দিন মোল্লা,  নরসিংদী  শহর বিএনপির সাবেক সভাপতি ও নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার  ও জেলা বিএনপির সদস‍্য বিজি রশিদ নওশের।

এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. জসিম উদ্দিন, মোমেন খান স্মৃতি পরিষদের সদস্য সচিব সারোয়ার মৃধা, জেলা বিএনপি’র জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহেন শাহ মোহাম্মদ শানু, সাধারণ সম্পাদক জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক এডভোকেট কানিজ ফাতেমা, জেলা তাঁতী দলের সভাপতি হুমায়ুন  কবির কামাল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া ও মাধবদী থানা ছাত্রদলের সাবেক সভাপতি ওয়াসিম প্রমুখ নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা বলেন, এ সরকার তেল, গ‍্যাস ও বিদ‍্যুৎসহ  দ্রব‍্যমূল‍্য নিয়ন্ত্রণে রাখতে ব‍্যর্থতার পরিচয় দিয়েছে।  তেলের দাম বৃদ্ধিতে পরিবহন খচরসহ  কৃষিকাজে অনেক খচর বেড়ে গেছে। ফলে  দেশের খেটে খাওয়া কৃষক তাদের উৎপাদিত পণ‍্যের ন‍্যায‍্য মূল‍্য থেকে বঞ্চিত হচ্ছে। যার প্রভাব পরেছে প্রত‍্যেকটি নিত‍্যপণ‍্যে ওপর। দ্রব‍্যের মূল‍্য লাগামহীন ভাবে বাড়তে থাকা তা আজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে।  আওয়ামীলীগ সরকার বাজার নিয়ন্ত্রনে ব‍্যর্থ। 

তাই এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়না এদেশের সাধারণ মানুষ।  কিন্তু এই ব‍্যর্থ সরকার ক্ষমতাকে কুখ‍্যিগত করে বার বার এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। সেজন‍্যই দেশের সাধারণ এ সরকারে দিক থেকে মুখ ফিরিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে আবারও ক্ষমতায় দেখতে চায়।

বক্তারা বলেন,  নরসিংদীতে বিএনপির একটি অংশ  নির্বাচন এলে  শহীদ জিয়ার আদর্শকে ভুলে গিয়ে নৌকার প্রার্থীকে সমর্থন দেয়, ধানের শীষের লোক হয়েও নৌকার পক্ষে কাজ করে।  আর যে সকল নেতারা নৌকাকে সমর্থন দেয় তারা কখনও শহীদ জিয়ায় আদর্শের সৈনিক হতে পারে না।  

এসরকার বার বার ভোট চুরির মাধ‍্যমে ক্ষমতাকে আঁকড়ে ধরে আছে। নরসিংদীতে যারা শহীদ জিয়ার প্রতিষ্ঠা করা বিএনপির শক্ত ভীত গড়ে তুলে ছিলেন তারা আজ উপেক্ষিত। অথচ নৌকাকে সমর্থন করা  সেই সকল একটি বদ্ধ ঘরে বিভিন্ন কর্মসূচি পালন করেও দল থেকে মূল‍্যায়িত হচ্ছে। তাই আজ নরসিংদীতে বিএনপিসহ সহযোগি সংগঠনগুলোর নেতাকর্মীরা ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি শক্তিশালী প্লাটফর্মে বিভিন্ন আন্দোলন-সংগ্রামসহ দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছে।

এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিলসহ নেতাকর্মীরা নরসিংদী ডায়াবেটিক হাসপাতাল'র সামনে এসে জড়ো হয়। পরে নেতাকর্মীদের সম্বনয়ে বিশাল এই বর্ণাঢ‍্য র‍্যালীটি বের করা হয়।

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ