• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

হত্যা মামলার রায়, পাঁচ বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ ফেরুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৪৫ পিএম
পাঁচ বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড
পাঁচ বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট

কক্সবাজার শহরের আলোচিত মেহেদী হত্যা মামলায় রায় ঘোষণা করা হয়েছে। এ রায়ে অভিযুক্ত ৫ বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের প্রত্যেককে নগদ পাঁচ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। 


দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কক্সবাজার শহরের বাহারছরার বাসিন্দা ফরিদ আহমদের ছেলে মোহাম্মদ ফারুক প্রকাশ ওমর ফারুক, আবুল বশরের ছেলে শাহেদ, মধ্যম বাহারছরার তৈয়বুর রহমানের ছেলে সাগর, জহির আহমদের ছেলে মিঠু ও আমির হোসেনের ছেলে ওয়াসিম। রায় ঘোষণার সময় আসামি মোহাম্মদ ফারুক ও শাহেদ আদালতে উপস্থিত ছিলেন।

ভিকটিম মেহেদি হাসান কক্সবাজার শহরের বাহারছরা আরজু ম্যানসনের বাসিন্দা মরহুম মোহাম্মদ সোলাইমান পেশকারের ছেলে। ২০১০ সালের ২০ এপ্রিল রাত ১০টার দিকে কক্সবাজার শহরের সার্কিট হাউজ রোডে (বন বিভাগের সামনে) হামলায় নিহত  হয় মেহেদি হাসান।


বাদিপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোজাফফর আহমদ হেলালী। আর আসামিপক্ষে ছিলেন, মোহাম্মদ জাকারিয়া, তৌহিদুল আনোয়ার এবং আমির হোসেন। 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ