নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা ঐক্য ন্যাপের সভাপতি প্রবীণ রাজনীবিদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতাউর রহমান ভূঞার মৃত্যুতে গত ২৯ জুন বিকাল ৩টায় ঐক্য ন্যাপ কার্যালয়ে জেলা কমিটির এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহাকে শূন্য পদে সভাপতি নির্বাচিত করা হয়।
সভায় বক্তব্য রাখেন, ঐক্য ন্যাপ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা খুরশীদ আলম পলাশ, উপজেলা কমিটির আহবায়ক ডা. বিজয় বণিক, গৌরাঙ্গ চন্দ্র বর্মন, আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, চিত্তরঞ্জন সাহা, নাসির উদ্দিন ও রতন কুমার সাহা প্রমুখ।
উল্লেখ্য, রঞ্জিত কুমার সাহা বর্তমানে ঐক্যন্যাপ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।