নরসিংদী প্রতিনিধি।। প্রবীণ রাজনীতিবিদ বরেণ্য শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতাউর রহমান ভূঞা’র মৃত্যুতে শনিবার (১ জুন) বিকেলে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে শোক সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মিলিত নাগরিক সমাজ নরসিংদীর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ এবং আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর মোহাম্মদ আলী।
সভায় বক্তাগণ বরেণ্য শিক্ষক নেতা ও প্রবীণ রাজনীতিবিদ প্রয়াত মোহাম্মদ আতাউর রহমান ভূঞা’র প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার কর্মময় জীবনের নানাদিক নিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, ঐক্যন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি এড. এসএমএ সবুর, সাধারণ সম্পাদক এড. আসাদুল্লাহ তারেক, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার, সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী শাখার সভাপতি সাংবাদিক নিবারণ রায়, বিশিষ্ট সাংবাদিক কার্তিক চেটার্জি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আরমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, শিক্ষক নেতা সাংবাদিক হলধর দাস, সাবেক অধ্যক্ষ ড. রিয়াজ হাসান খন্দকার,সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঞা, নরসিংদী জেলা সিপিবির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শান্তি,খেলাঘর সভাপতি পিএফজি সদস্য মোস্তাক আহমেদ ভূঁইয়া প্রমুখ।