• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে নারীকে মারধর করে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৪৯ পিএম
নরসিংদীতে নারীকে মারধর করে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই 

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে লিপি বেগম (৪৪) নামে এক নারীকে মারধর করে টাকা ও স্বর্ণলঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  সোমবার বেলা সাড়ে ৩ টায় শহরের কাউরিয়াপাড়া এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় সোমবার (২৪ জুন) তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২-৩ জনের নামে থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী নারী।

অভিযুক্তরা হলো, শহরের কাউরিয়াপাড়ার মৃত মানিক মিয়ার ছেলে সোহাগ (২৫), স্ত্রী  নাজমা (৪০) ও মেয়ে শান্তা (২৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, আসামীদের সাথে লিপি বেগমের পূর্ব শত্রুতা রহিয়াছে। এই শত্রুতাকে কেন্দ্র করিয়া আসামীগন বিভিন্ন সময়ে আমাকে ভয়-ভীতি ও হুমকি প্রদান করে আসছে।

সোমবার বেলা সাড়ে ৩ টায় কাউরিয়াপাড়া  ওই নারীর বাসার সামনে পাকা রাস্তার সামনে, পিছন থেকে এসে তার পথরোধ করিয়া উল্লেখ সোহাগ, নাজমা ও শান্তা তাকে এলপাথারি কিল ঘুষিসহ চড় থাপ্পর মারিয়া নারীর নাকে, মুখে, চোখে, পিঠে, ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া গুরুত্বর নীলাফুলা জখম করে।

এছাড়া  নাজমা ও শান্তা আমার চুলের মুঠি ধরে মাটিতে টানা হেচড়া করে তার শরীরের থাকা সকল কাপড় চোপড় ছিড়ে রক্তাক্ত জখম করে। এসময় তার সাথে থাকা গ্যাস বিলের নগদ ৫০ হাজার টাকা,  ১২ আনা ওজনের গলার চেইন যার মূল্যে- ৩০ হাজার টাকা ৬ আনা ওজনের এক জোড়া কানের দুল অনুমান মূল্য ১৫ হাজার টাকা জোড়  পূর্বক তারা  ছিনিয়ে নেয়। সে সময় ওই নারী   ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে  আসলে তারা পরে দেখে নেবারসহ এ বিষয় নিয়ে থানা পুলিশ করলে তাননাশের হুমকি দিয়ে চলে যায়। এ অবস্থায় ভুক্তভোগী নারী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে এরকম কোন ঘটনা ঘটেনি বলে তারা জানায়। অভিযুক্ত সোহাগ ঘটনার সময় এখানে ছিল না বলেও এ প্রতিবেদককে জানান। এ সময় তারা থানায় পাল্টা একটি অভিযোগের কপি এই প্রতিবেদককে দেখায়। 

এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ