• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ইউপি সদস্য রুবেল হত্যা : আসামি রুহুল অস্ত্র গুলিসহ গ্রেফতার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:২৯ পিএম
নরসিংদীতে ইউপি সদস্য রুবেল হত্যা : আসামি রুহুল অস্ত্র  গুলিসহ গ্রেফতার 

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে আমদিয়া ইউপি সদস্য রুবেল হত্যা মামলার এজাহার ভুক্ত অন্যতম আসামি রুহুলকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভৈয়ম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি পুলিশ। 

গ্রেফতারকৃত রুহুল সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভৈয়ম গ্রামের হজরত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা ডিবি পুলিশ খবর পায় আমদিয়া ইউপি সদস্য রুবেল হত্যা মামলার এজাহার ভুক্ত অন্যতম আসামি রুহুল বাড়ীতে এসেছে। রুহুল বাড়ীতে আসার খবরে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকারের দিকনির্দেশনা ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ভৈয়ম গ্রামের অভিযান পরিচালনা করে। পরে  ভৈয়ম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে থেকে রুহুল গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা দুই রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল জব্দ করে ডিবি পুলিশ। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউপি সদস্য রুবেল হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রবিবার (২৬ মে) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ইউপি সদস্য রুবেল হত্যা মামলার এজাহার ভুক্ত আসামীর রুহুলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃত রুহুলের নামে এর আগে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা এবং মাধবদী থানায় একটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। 
 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ