হলধর দাস: নরসিংদীতে পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস ২০২২ উদযাপিত হয়েছে।
৩১বার তোপধ্বনির মাধ্যমে ১৬ ডিসেম্বর দিবসের শুভ সূচনা হয়েছিল ।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, নরসিংদী মোছলেহ উদ্দিন ভূঞা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন।
প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম।
প্যারেড ও কুচকাওয়াজে পুলিশ-আনসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫টি দল অংশগ্রহণ করে।
এবারও অন্যান্যবারের মতো কুচকাওয়াজে ছোট দলে প্রথম স্থান অধিকার করে আবাবিল ইসলামী একাডেমি দল।
কুচকাওয়াজে বড় দলে প্রথম স্থান অধিকার করে কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় দল।
ডিসপ্লেতে প্রথম স্থান অধিকার করে যথাক্রমে ছোট দলে বিয়াম জিলা স্কুল দল এবং বড় দলে প্রথম স্থান অধিকার করে "নাসিমা কাদির মোল্লা উচ্চ বিদ্যালয় দল।
এছাড়া, "জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন " শীর্ষক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।