নরসিংদী প্রতিনিধি: ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে নরসিংদীতে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ৩ অক্টোবর (সোমবার) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয় কর্তৃক মাধবদী থানা এলাকায় নাজমা বেকারিতে তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এসময় খাদ্যপণ্যের কোন প্রকার বৈধতা না থাকায় ও খাদ্পণ্যে আয়োডিনবিহীন লবণ ব্যবহার ও ব্যবহৃত খবরের কাগজ ব্যবহার করায় বিধি মোতাবেক ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালযয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম এই অভিযানের নেতৃত্ব দেন।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।