আবুল কাশেম: 'চলব মোরা এক সাথে ,জয় করবো মানবতাকে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবজাগরণ তরুণ সংঘ নামের একটি সামাজিক অরাজনৈতিক সংগঠনের নবযাত্রা শুরু ও নতুন কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা ভ্রমণ ও আনন্দ আয়োজনের মধ্যদিয়ে এই সংগঠনের সকল সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। সকলের মতামতের ভিত্তিতে ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।
কমিটির পরিচালক সৌদি প্রবাসী সাইফুর রহমান (সাইদুর),সভাপতি সুমন আহমেদ গাজী, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ-সভাপতি মাসুদ রানা দিপু, শাহাদাত হোসেন রাফি,সুমন আহমেদ, তৌফিক আহমেদ, সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রাহিম সিকদার, সাংগঠনিক সম্পাদক রাজিব প্রধান নির্বাচিত হন।।
শুক্রবার বার সকাল সাড়ে ১০টায় আলোকবালী বাজার ঘাট থেকে 'নবজাগরণ তরুণ সংঘ' ক্লাবের সদস্য, উপদেষ্টা ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্জারামপুর উপজেলার স্বপ্ন দ্বীপের উদ্দেশে নৌকা ছেড়ে যায়।
তরুণ সমাজ সেবক, সাইফুর রহমান (সাইদুর)এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার বিজয় কুমার রয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি মাহমুদুল হাসান প্রিন্স,ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শৈকত,শাকিল আহমেদ,পলাশের পাপড়ির সভাপতি শেখ রাসেল মাহমুদ, সাহিত্যের সন্ধানের প্রতিষ্ঠাতা আসাদ সরকার রাব্বি,আলোক বালি সমাজ কল্যানের সাধারণ সম্পাদক সাকিবুল হক, মোস্তাক জহির প্রমুখ।
এরপর নৌকা স্বপ্ন দ্বীপে পৌঁছার পর দুপুরের খাবার গ্রহণ, সদস্যদের নিয়ে বিভিন্ন খেলা এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। খেলার বিভিন্ন ইভেন্ট ও র্যাফেল ড্র এর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পরে নরসিংদীর উদ্দেশ্যে স্বপ্নদীপ ছেড়ে আসা নবজাগরণ তরুণ সংঘ ক্লাবের সদস্য, উপদেষ্টা ও অতিথিদের বোঝাই নৌকাটি সন্ধ্যা সাড়ে ৮টার দিকে আলোকবালী বাজার ঘাটে এসে ভীড়ে।