স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় রুহুল আমিন (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ২৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের অদূরে সিলেটগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস'র ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন নরসিংদী সদর উপজেলার শীলমান্দি এলাকার বাসিন্দা। তিনি মোবাইল ফোন সার্ভিসিংয়ের মেকানিক ছিলেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুহুল আমিন নামের নিহত ওই তরুণ রেললাইন ধরে হাঁটছিলেন। সকাল পৌনে ৮টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আমিরগঞ্জ রেলস্টেশনে প্রবেশ করার সময় ওই যুবককে ধাক্কা দিলে সে রেললাইনের পাশে ছিটকে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজন নরসিংদী রেলওয়ে পুলিশে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
এদিকে রুহুল আমিনকে বাঁচাতে গিয়ে দ্রুত ব্রেক চাপায় ট্রেনটির হুইসেল পাইপের সংযোগ ছুটে যায়। এ সময় কিছু দূরে যাওয়ার ট্রেনটি থেমে যায়। পরে রেলওয়ে কর্মীদের চেষ্টায় ৩০ মিনিট পর ট্রেনটি আবার যাত্রা শুরু করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক ইকবাল হোসেন বলেন, ‘নিহত রুহুল আমিনের প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন ও এনআইডি কার্ড দেখে আমরা তাঁর পরিচয় নিশ্চিত হয়েছি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।