• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরের দ‌ড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আসাদ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:২৭ পিএম
শিবপুরের দ‌ড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আসাদ 
সভাপতি আসাদুজ্জামান আসাদ

নিজস্ব প্রতিনিধি: নর‌সিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দ‌ড়িপুরা আদর্শ উচ্চ বিদ‌্যালয়ের ম‌্যানে‌জিং ক‌মি‌টির নতুন সভাপ‌তি নির্বাচিত হলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ।

সোমবার (২২ নভেম্বর) সকালে বিদ্যালয়ের নিয়মিত ম‌্যানে‌জিং ক‌মি‌টির সভাপতি গঠনকল্পে বিদ্যালয় সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ গিয়াস উদ্দিন ।

এ সময় প্রতিষ্ঠাতা সদস্য আফসার উদ্দিন, দাতা সদস্য ফজলুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, অভিভাবক সদস্য র‌বিউল্লাহ্ আল মামুন, গোলাপ মিয়া, আব্দুল কা‌দির, দেওয়ান আলী, সংর‌ক্ষিত ম‌হিলা সদস‌্য রো‌জিনা আক্তারসহ সাধারণ শিক্ষক প্রতিনিধি আরিফুল হক মৃধা, বেনুজীর আহমেদ ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সালমা বেগম উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের দাতা সদস্য ফজলুর রহমান  সভাপতি হিসেবে আসাদুজ্জামান আসাদ এর নাম প্রস্তাব করেন। পরে সকল অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা সর্ব সম্মতিক্রমে আসাদুজ্জামান আসাদকে সভাপতি হিসেবে সমর্থন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা পরবর্তী দুই বছর বিদ্যালয় পরিচালনা করবেন।

ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, 'দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।'

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ