• নরসিংদী
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

পলাশে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে দু্ইবন্ধু মিলে ধর্ষণ!


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৩৩ পিএম
পলাশে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে দু্ইবন্ধু মিলে ধর্ষণ!

স্টাফ রিপোর্টার: নরসিংদীর পলাশে ঘুরতে গিয়ে বন্ধুকে সাথে নিয়ে কিশোরী প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে আশিক দেওয়ান শান্ত (১৮) নামে প্রেমিককে আটক করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, প্রেমিক আশিক দেওয়ান শান্ত  ও তার এক বন্ধু মিলে মেয়েটিকে ধর্ষণ করে। পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর হাসপাতাল থেকে আশিককে আটক করে পুলিশ। তবে তার বন্ধু এখনো পলাতক রয়েছে।

আটককৃত আশিক দেওয়ান শান্ত শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের হারুন দেওয়ানের ছেলে। ভুক্তভোগী মেয়েটির  ১৩ বছর বয়সী কিশোরী, সে নরসিংদী সদর উপজেলার ভেলানগর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তারা দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটিক করেন। টিকটকের মাধ্যমেই পরিচয় হয় তাদের।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আশিক ও ধর্ষণের শিকার ওই কিশোরীর টিকটকের মাধ্যমে পরিচিত হন। এ ক পর্যায়ে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে উঠে। শুক্রবার (১১  এপ্রিল) প্রেমি ক শান্ত কিশোরী ও্ই  মেয়েটিকে ঘুরতে নিয়ে যায় পলাশ উপজেলার চরসিন্দুর এলাকায়। পরে একই উপজেলার চলনা ইউনিয়নে নিজের নানীর বাড়িতে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে রাতে সেখানেই অবস্থান করে। অভিযোগ অনুযায়ী, রাতে আশিক ও তার এক বন্ধু মেয়েটিকে ধর্ষণ করে।

পালাক্রমে ধর্ষণের ফলে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় শান্ত। চিকিৎক  মেয়েটি অবস্থা দেখে ভর্তি দেন পাশাপশি পুলিশে খবর দেয়। পরে  পুলিশ  এসে সদর হাসপাতাল থেকে আশিককে আটক করে এবং পলাশ থানায় হস্তান্তর করে। আশিকের বন্ধু পালিয়ে যাওয়ায় তাকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, টিকটকের মাধ্যমে ওই কিশোরীর সাথে গ্রেফতারকৃত শান্তর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  গতকাল শান্ত  ও্ই  কিশোরীকে পলাশে  তার নানীর বাড়িতে নিয়ে গিয়ে বন্ধুসহ ধর্ষণ করে। মেয়েটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বিকেলে ভুক্তভোগীর পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ