
স্টাফ রিপোর্ট: নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট কর্তৃক ৩ দিনব্যাপী ১১তম ক্যাম্প ফায়ার ও দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।
উক্ত কর্মসূচির ২য় দিনের তাবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যের সন্ধানে এর প্রতিষ্ঠাতা কবি ও ছড়াকার আসাদ সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসকের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জহির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী জাহাঙ্গীর আলম, সম্পাদক, নরসিংহ ওপেন স্কাউট গ্রুপ।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ত্ব করেন প্রকৌশলী মো: ইকরামুল হক,গ্রুপ সম্পাদক, নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপ।
প্রথমে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সভাপতি ক্যাম্প ফায়ার এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। ক্যাম্প ফায়ার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সভাপতির সমাপনি বক্তব্যের মধ্যে শেষ হয়।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট সাবেক শিক্ষার্থী রোভার স্কাউটের সদস্য মুরাদ হোসেন ও সায়মা ইসলাম মিম।