
স্টাফ রিপোর্টার: ঢাকাস্থ নরসিংদী সদর উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান ও ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার আড়াইহাজারস্থ সুর্বণগ্রামে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি, সাবেক সিনিয়র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশারফ হোসেন ভূঁইয়া এনডিসি।
জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অর্থ মন্ত্রনালয় সংক্রান্ত আভ্যন্তরিন সম্পদ বিভাগ জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (গ্রেড-১) ড. সামস উদ্দিন আহমেদ'র সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোসাম্মদ হামিদা আক্তার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. বশির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুবর্ণগ্রাম রিসোর্ট'র চেয়ারম্যান এড. আফজাল উল মনির, মো. বায়তুল আমীন ভূঁইয়া, মো. খায়রুল আলম, দেওয়ান সাইদুল হাসান, এড. আতিকুল্লাহ ফকির মনির ও মোশারফ হোসেন।