নিজস্ব প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে জয় বাংলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন ডা: নুরুল ইসলাম।
এসময় স্বাস্থ্যবিধি মেনে সামজিক দূরত্ব বজায় রেখে আরো পুস্পস্তবক অর্পণ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা লেডিস ক্লাব, নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, অফিসার্স ক্লাব, জেলা ঐক্য ন্যাপ, জেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থী।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান ও পুলিশ সুপারসহ মুক্তিযোদ্ধা সংসদ।