• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরার মির্জারচর ইউপি চেয়ারম্যান দুর্বৃত্তের গুলিতে নিহত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৩ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:২৩ পিএম
রায়পুরার মির্জারচর ইউপি চেয়ারম্যান দুর্বৃত্তের গুলিতে নিহত
নিহত জাফর ইকবাল মানিক

হলধর দাস: নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের মির্জারচর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাফর ইকবাল মানিক (৫০) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।  আজ শনিবার বিকেল চারটার দিকে তিনি তার ইউনিয়নের শান্তিপুর গ্রামে একটি সালিশ দরবারে যাচ্ছিল। 

পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় । তার সঙ্গীয় সাথীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নৌকা যোগে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মানিক গত ইউপি নির্বাচনে মির্জাচর ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হন। তার সাথে  প্রতিপক্ষ আওলাদ হোসেন ফারুকের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। 

নরসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ নুরুল ইসলাম জানান, জাফর ইকবালকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাসপাতালে  আনার পথেই তিনি মারা যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রয়েছে।  

এব্যাপারে রায়পুরা থানার ওসি আজিজুর রহমান জানান, 'খবর পেয়ে থানার ওসি (তদন্ত) গোবিন্দ বিশ্বাসকে ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।' 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ