• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় গৃহবধূ হত্যা : স্বামীসহ সবাই পলাতক


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০৬ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:৫১ পিএম
রায়পুরায় গৃহবধূ হত্যা : স্বামীসহ সবাই পলাতক
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

রোববার (৬ নভেম্বর) ভোরে উপজেলার মাহমুদপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত লাভলী আক্তার (৩০) রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আমান উল্লাহর মেয়ে। নিহতের স্বামী নাম  সুজন মিয়া (৩৫)। সে একই উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে। ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

প্রতিবেশীরা জানান,  বিভিন্ন বিষয়ে লাভলী আক্তারের সাথে প্রায়ই ঝগড়া হতো তার শ্বশুর বাড়ির লোকদের। শনিবার দিবাগত রাত একটার দিকে কয়েকদফা ঝগড়া হয় তাদের। রোববার ভোরে আবারও ঝগড়ার শব্দ শুনতে পান প্রতিবেশীরা।

পরে সকালে লাভলী আক্তারের শোবার ঘরে গলা ও শরীরে ছুরিকাঘাতে ক্ষত-বিক্ষত অবস্থায় লাভলীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান,'পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ