• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরের ভোরের হাওয়া সংগঠনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:০৮ পিএম
শিবপুরের ভোরের হাওয়া সংগঠনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার: ২০২৪ বার্ষিক বনভোজনে ভোরের আমরা কজনে,সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সফল হক আমাদের এই আনন্দ আয়োজন. মোগল।

দক্ষিণ সাধারচরের ভোরের হাওয়া সংগঠনের-২০২৪ বার্ষিক বনভোজন হয়ে গেল গত ৩ মার্চ কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমিতে।বনভোজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের আহবায়ক মোঃ মোগল হোসেন, উপদেষ্টা হিসেবে ছিলেন শেখ সাদী ভুঁইয়া সেক্রেটারি, আই বিএ ঢাকা বিশ্ববিদ্যালয়,উল্লেখ তিনি এই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন।

পরিকল্পনায় ছিলেন সংগঠনের সেক্রেটারী মোঃ লোকমান হোসেন, খাদ্য ব্যাবস্থাপনা ছিলেন সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম। পরিবহন ব্যাবস্থাপনায় ছিলেন চন্দন।বনভোজন কমিটিতে ছিলেন ইকবাল,মাকছুদুল, বায়েজিদ,সৃজন,মাছুম, তানবির,রোবেল, হাসান, সাইদ, তানবির ডাক্তার  ও হাফিজ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার রোবেল রানা।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সাকাত খন্দকার, মহসিন, ইসমাইল,নাদিম সরকার প্রমুখ। সকলেই সংগঠনটি কে সহযোগিতা করবে বলে কথা দেন।ইতিমধ্যে সংগঠনটি শিবপুর একটি উল্লেখ যোগ্য সামাজিক সংগঠন খেলাধুলা ও সংস্কৃতিক কর্মকাণ্ড দ্বারা মাদক নির্মুলে কাজ করে যাচ্ছে। এধরনের সংগঠন কে সমাজের বৃত্তবানরা সহযোগিতা করলে আরো ভালো কাজ করতে উৎসাহ পাবে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ