নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় এক সংখ্যা লঘু নারীকে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকির অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে পলাশ থানায় অভিযোগ দায়ের করেছেন শিলা রানী রবিদাস নামে এক নারী।
অভিযুক্ত ওই ইউপি সদস্য হলেন চরসিন্দুর ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য মো: আক্তার হোসেন সরকার।
পলাশ থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ২৪ জানুয়ারি দুপুরে চরসিন্দুর ইউনিয়নের ফুলবাড়িয়া রবিদাস বাড়ির কিরন রবি দাসের বাড়ির পাশে রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে একটি শালিস বসে।
শালিসের এক পর্যায়ে চরসিন্দুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো: আক্তার হোসেন সরকার বাড়িতে প্রবশে করে কিরন রবিদাস এর স্ত্রী শিলা রানী রবি দাসকে অকথ্য ভাষায় গালাগাল করেন।
এই গালাগালের বিষয়ে শিলা রানী প্রতিবাদ করলে তাকে মেরে ফেলার হুমকি দেন। এসময় ঘটনা আঁচ করে আশপাশের লোকজন ছুটে আসলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে চলে যান। আর এই ঘটনাকে কেন্দ্র করে শিলা রানী রবি দাস পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ইউপি সদস্য মো: আক্তার হোসেন সরকার জানান, আমরা সমাজের লোকজন নিয়ে একটি রাস্তার বিষয়ে বসেছিলাম। সেই বিষয়টি নিয়ে মিমাংসা হয়েছে কিন্তু কিরন মানেনি। আর আজ পলাশ থানা পুলিশ ও জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী এসেছিল। হত্যার হুমকি ও তুলে নেয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
এবিষয়ে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, এই ঘটনাটি তিনি জানেন এবং বিষয়টি আদালতের বলে জানান।
এছাড়া বিষয়টি এসিল্যান্ড মিমাংসা করার দায়িত্ব নিয়েছেন বলেও তিনি জানান। এসময় ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোন জবাব না দিয়ে মোবাইল রেখে দেন তিনি ।
জাগো নরসিংদী/রাসেল