নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর পলাশে অনিল পাল (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় বাধা দিতে এসে নিহতের স্ত্রী গীতা রানী পাল আহত হয়েছেন।
সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার পারুলিয়া গ্রামে (কুমার বাড়ি) এ ঘটনা ঘটে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় ইউপি সদস্য কিরণ প্রধান স্ত্রী গীতা পালের বরাত দিয়ে জানান, রাত ৩ টার দিকে ঘরের বেড়া কেটে একজন মুখোধারী ঘরে প্রবেশ করে। এসময় স্ত্রী গীতা পাল চোর বলে ডাক চিৎকার দিলে তাকে ছোড়া দিয়ে আঘাত করে আহত করা হয়।
এসময় অনিল পাল ঘুম থেকে উঠার চেষ্টা করলে তাকে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা ডাক চিৎকার শুনে দৌড়ে এসে ভোরে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া স্ত্রী গীতা রানী পালকে ভর্তি করা হলে তাকে চিকিৎসা দেয়া হয়।
ঘটনার খবর পেয়ে পলাশ থানা পুলিশ, নরসিংদী জেলা পুলিশ ও পিবিআই সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী ও ইউপি সদস্য কিরন আলী প্রধান জেলা হাসপাতালে নিহত ও আহত গীতা পালকে দেখতে যান।
নরসিংদী মডেল থানার এস আই হাসান আল ফারুক নরসিংদী জেলা হাসপাতালে নিহতের সুরত হাল তৈরী করেন। সবশেষে নরসিংদী সদর হাসপাতাল থেকে নিহতের ময়না তদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ঘটনার বিষয়ে, পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী গীতা পালকে পলাশ থানায় আনা হয়েছে।
অনিল পাল বছরের ৬ মাস মাটির তৈরী জিনিসপত্র তৈরী করে নরসিংদীর বিভিন্ন বাজারে বিক্রি করেন। বাকি ৬ মাস ইজিবাইক চালিয়ে সংসার চালন। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।