• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

পলাশে চুরি যাওয়া ৫৬টি মোবাইলসহ কুমিল্লা থেকে তিন যুবক গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:১৬ পিএম
পলাশে চুরি যাওয়া ৫৬টি মোবাইলসহ কুমিল্লা থেকে তিন যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার: নরসিংদীর পলাশে চুরি হওয়া ৫৬টি স্মার্ট মোবাইল ফোনসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পলাশ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চান্দিানা থানার আলম মিয়ার ছেলে তাজুল ইসলাম, মতিন মাস্টারের ছেলে আজাদ মিয়া ও দেবীদ্বার থানার বাচ্চু মিয়ার ছেলে কাইয়ুম হোসেন।

শনিবার ২০ জানুয়ারি) দুপুরে পলাশ থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে.এম শহিদুল ইসলাম সোহাগ।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ৮ ডিসেম্বর সকালে পলাশ ওয়াপদা এলাকার মীম টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে ১৩৬ টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোর চক্র। এঘটনায় ভোক্তভোগী দোকান মালিক থানায় মামলা করলে পুলিশ তথ্যপ্রযোক্তির সহযোগীতায় কুমিল্লা জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পরে তাদের কাছ থেকে চোরাইকৃত ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। তাছাড়া এ ঘটনার সাথে জড়িত আরও কয়েক জনের নাম-পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। তাদের গ্রেফতার করাসহ চোরাইকৃত বাকি মোবাইলগুলো উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এছাড়া গ্রেফতারকৃদের সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ