আবুল কাশেম: নরসিংদীতে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দুইজন গ্রাহকের স্বজনদের নিকট মৃত্যু দাবি চেক হস্তান্তর করা হয়েছে । বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর তরোয়া অহানা ভিলা পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নরসিংদী জোনাল অফিসে মৃত্যু দাবি চেক ও উন্নয়ন সভা আয়োজন করা হয়।
উক্ত জোনাল অফিসের ইনচার্জ মোঃ রহমত উল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক এম এ জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক আলী আহমেদ তালুকদার।
আরো উপস্থিত ছিলেন মরজাল অফিসের ইনচার্জ শাহিনা পারভীন, চরসুবুদ্ধি অফিসের ইনচার্জ আতাউর রহমান,বেলাব অফিসের ইনচার্জ আসাদ মিয়া প্রমুখ।
মৃত মিজানুর রহমানের নমিনী শাহিনা পারভীন রিতার হাতে দেড় লক্ষ টাকার চেক এবং মৃত হাসিনা আক্তারের নমিনীর হাতে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।চেক হস্তান্তরের পর মৃত গ্রাহকদের কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।