
স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুর উপজেলার ৮১টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ১২শত স্বেচ্ছাসেবী নিয়ে 'নক্ষত্র' নামে মিলন মেলা করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম শিবপুর উপজেলা। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দিনব্যাপী এই আয়োজন করা হয়।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম শিবপুর উপজেলার সভাপতি হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহবায়ক মাহবুবুর রহমান মনির।
মিলন মেলায় আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন ভূইয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী বশির আহম্মেদ, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, আমেনা ডাইং এর ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন, ফকির ডাইং এর ব্যবস্থাপনা পরিচালক ইউনুস ফকির, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আরিফুল হাসান প্রমুখ।