আবুল কাশেম: নরসিংদী সদরের নেক্জানপুর এলাকায় জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় মেশিনে পেঁচিয়ে মো. মনির হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত মনির হোসেন নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেক্জানপুর গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে।
নিহতের স্বজন এবং এলাকাবাসী সুত্রে জানা যায় আজ দুপুরের দিকে নেক্জানপুরে ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ করছিল।
এ সময় সে নিজেই মেশিনটি চালাচ্ছিলেন। হঠাৎ অসাবধানতাবশত ট্রাক্টর থেকে পড়ে গিয়ে মেশিনের নিচে পেঁচিয়ে যায় সে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে স্পীডবোর্ড করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।
পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুই মেয়ে দুই ছেলের জনক ছিলো সে।
মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ দিকে নিহতের নিজ বাড়িতে চলছে শোকের মাতম।