• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন তদন্ত কমিটি


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০৫ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৩১ পিএম
ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন তদন্ত কমিটি
ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

স্টাফ রিপোর্টার: গতকাল হঠাৎ জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সারাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। ফলে কোন কোন জায়গায় পাচঁ টাকার মোমবাতি ২০ টাকা দরে বিক্রি হয়েছে। চরম বিপাকে পড়ে যায় মানুষ। 

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজে বের করতে সরকার পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। সে কারণ খুঁজতে নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করতে আজ বুধবার (৫ অক্টোবর) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের কন্টোলরুম পরিদর্শন করতে যান।

দীর্ঘ তিন ঘন্টা বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মেশিনারি পরীক্ষা নীরিক্ষা শেষে বিকাল সাড়ে তিনটায় সেখান থেকে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের উদ্দ্যেশে রওনা দেন তাঁরা।

এসময় তদন্ত কমিটির প্রধান পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরী জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে দেশের কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার কন্টোলরুমগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সবগুলো পরীক্ষা নীরিক্ষা শেষে কি কারণে বিপর্যয় দেখা দেয় তা জানা যাবে। এদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ঘোড়াশালে ৫ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ইউনিটটি চালু করতে কাজ চলছে বলে জানান প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম।

এসময় পিজিসিবির নির্বাহী পরিচালকের সাথে পিজিসিবির পরামর্শক শামছুর জোহা, নির্বাহী প্রকৌশলী আরেফিন সিদ্দিক ও সাইদুল ইসলামসহ তদন্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ